Terms & Conditions

যশোর সেবা লিমিটেড থেকে বেবী সিটার/ন্যানি কেয়ার/ নার্স/কেয়ারগিভার/পিসিএ নিয়োগের পূর্বে জেনে নিনঃ


শর্তাবলী নিম্নরূপঃ


১। এই চুক্তিপত্র চুক্তির দিন থেকে কার্যকর বলে গণ্য হইবে। যতদিন ডিউটি বা কার্যক্রম চলবে ততদিনের জন্য এই চুক্তি বলবৎ থাকিবে। উক্ত সময়ের মধ্যে যশোর সেবা লিমিটেড সার্ভিস চার্জ বৃদ্ধি/ হ্রাস করিতে চাহিলে আলোচনা সাপেক্ষে তাহা করিতে পারিবে। আমি যশোর সেবা লিমিটেড এর নিম্নোক্ত শর্তাবলী জানিয়া,বুঝিয়া এবং সম্মত হইয়া বেবী সিটার/ন্যানি কেয়ার নিয়োগে ইচ্ছুক।


২। সেবা গ্রহন করতে না চাইলে এক মাস আগে যশোর সেবা লিমিটেডকে জানাইতে হবে,না জানিয়ে সেবা বন্ধ করলে এক মাসের বিল পরিশোধ করিতে হইবে।


৩। বেবীসিটার/ন্যানি কেয়ার সার্ভিস ৮/১২/২৪ ঘন্টার জন্য ১/২ জন ডিউটি করিবেন যাহার জন্য প্রতিদিন/মাসিক চার্জ হারে প্রতি মাসে প্রদান করিতে হইবে।


৪। বেবী সিটার/ন্যানি কেয়ার সার্ভিস চার্জ বাবদ বিল দিন/ মাস হিসাবে নিদিষ্ট তারিখের মধ্যে যশোর সেবা লিমিটেড কোম্পানীর মিউচুয়াল ট্রাস্টব্যাংক,শ্যামলী শাখার চলতি হিসাবে জমাদান অথবা চেকের মাধ্যমে ও বিকাশ বা মোবাইল ব্যাংকিং/ নগদ অর্থ কোম্পানীর মনোনীত ব্যক্তির নিকট রশিদের মাধ্যমে প্রদান করিবেন, কোন প্রকার বেবী সিটার/ন্যানি কেয়ার এর কাছে বিল প্রদান করা যাইবে না। করিলে তাহার দায়ভার কোম্পানী বহন করিবে না।


৫। সেবাগ্রহণকারী,যশোর সেবা লিঃ এর সেবা সম্পুর্ণ কোম্পানীর চুক্তির শর্ত অনুযায়ী গ্রহন করিবেন। উক্ত বেবী সিটার/ন্যানি কেয়ার কে শিশু/ ছেলে মেয়েদের সেবা যতœ ছাড়া অন্য কোন প্রকার ঘর ধোঁয়া বা পরিস্কারের কাজ করাইতে পারিবেন না।


৬। বেবী সিটার/ন্যানি কেয়ার এর সাথে কোন খারাপ ব্যবহার করা যাইবে না। তাদেরকে সম্মান করিবেন। তাহাদেরকে কখনো যৌন হয়রানী করা যাইবে না। অথবা কোন প্রকার রাগের সহিত কথা বলা বা মারধর বা কোন প্রকার শারীরিক নির্যাতন করা যাইবে না।


৭। বেবী সিটার/ন্যানি কেয়ার কোন প্রকার দায়িত্বে বা কাজে অবহেলা বা খারাপ ব্যবহার করিলে যশোর সেবা লিমিটেডকে অবহিত করুন তাহলে কর্তৃপক্ষ দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহন করিবেন।


৮। আপনার সন্তানকে সঠিক সময়ে নিয়ম মেনে খাবার খাওয়ানো হবে,যদি শক্ত খাবার গ্রহন না করতে পারে তাহলে তরল খাবার যেমন দুধ পান করিলে তাকে সময় মত দুধ তৈরী করে খাওয়াবেন এবং অবশ্যই যত্ন সহকারে তাদের প্রতি সার্বক্ষনিক খেয়াল রাখিবেন।


৯। আপনার সন্তানের আর যে সকল কাজ করিবেন যেমন- জ্বর মাপা, পালর্স মাপা,ওজন মাপা, ডায়াপারস চেইন্জ করা,ব্যায়াম করানো,দোলনায় ঘুরানো,গোসল করানো, মাউথ ওয়াশ করানো,পোশাক পরিধান করানো, নিয়মিত ¯ু‹লে নিয়ে যাওয়া এবং আসা, নিয়মিত তার সাথে খেলাধুলা করা এবং খেলনাগুলো গুছিয়ে রাখা সহ আপনার সন্তানের সাথে শুদ্ধ ভাষায় কথোপকথন করিবে এবং যে কোন কাজ আপনার সন্তানের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করিবে।


১০। উল্লেখ্য যে, ৮/ ১২ ঘন্টার ডিউটিতে লাঞ্চ বা ডিনার দিতে হবে এবং ২৪ ঘন্টা ডিউতে থাকা কালীন সময় থাকা ও ৩ বেলা খাবারের ব্যবস্থা সেবাগ্রহণকারীকেনিজ খরচে বহন করিতে হইবে।


১১। যশোর সেবা লিমিটেডএ নিয়োগকৃত বেবী সিটার/ন্যানি কেয়ার যাঁহারা চাকুরী করেন তাঁহারা সকলেই অভিজ্ঞতা সম্পূর্ন ও প্রশিক্ষণ প্রাপ্ত এবং সবাই প্রফেশনাল। তাহাদেরকে কোন প্রকাশ ব্যক্তিগত ভাবে নিয়োগ করা যাইবে না।


১২। যশোর সেবা লিমিটেড সেবা চলাকালীন সময়েআপনার শিশু হঠাৎ অসুস্থ বোধ করিলে, অভিভাবকগন নিজ দায়িত্বে দ্রুততার সাথে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহন করিবেন।


১৩। অবশ্যই মনে রাখিতে হইবে যে, যশোর সেবা লিমিটেড কর্তৃক কোন প্রকার চিকিৎসা বা ব্যবস্থাপত্র প্রদান করা হয় না।


১৪। এই চুক্তিপত্রের শর্ত অনুযায়ী সেবা গ্রহনকারী ও সেবা প্রদানকারী উভয়পক্ষ চুক্তির যাবতীয় শর্তাবলী মানিয়া চলিতে বাধ্য থাকিব।


১৫। যশোর সেবা লিমিটেড সর্বদাই আপনাদের সেবাই নিয়োজিত। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।


১। এই চুক্তিপত্র চুক্তির দিন থেকে কার্যকর বলে গণ্য হইবে। যতদিন ডিউটি বা কার্যক্রম চলবে ততদিন এই চুক্তিপত্র বলবৎ থাকিবে। উক্ত সময়ের মধ্যে যশোর সেবা লিমিটেড সার্ভিস চার্জ কোন প্রকার বৃদ্বি/হ্রাস করিতে চাহিলে তাহা আলোচনা সাপেক্ষে করিতে পারিবেন, আমি যশোর সেবা লিমিটেড এর নিম্নোক্ত শর্তাবলী জানিয়া,বুঝিয়া এবং সম্মত হইয়া নার্স, কেয়ারগিভার, পিসিএ নিয়োগে ইচ্ছুক।


২। সেবা গ্রহন করতে না চাইলে ১৫দিন আগে যশোর সেবা লিমিটেডকে জানাইতে হইবে, না জানিয়ে সেবা বন্ধ করিলে ১৫দিনের বিল পরিশোধ করিতে হইবে।


৩। নার্স, কেয়ার গিভার, পিসিএ সার্ভিস ১২/২৪ ঘন্টার জন্য ১/২ জন ডিউটি করিবেন যাহার জন্য প্রতিদিন/মাসিক চার্জ হারে প্রতি মাসে প্রদান করিতে হইবে।


৪। নার্স, কেয়ার গিভার,পিসিএ সার্ভিস চার্জ বাবদ বিল দিন/ সপ্তাহ/মাস হিসাবে নিদিষ্ট তারিখের মধ্যে যশোর সেবা লিমিটেড কোম্পানীর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,শ্যামলী শাখার চলতি হিসাবে অথবা চেকের মাধ্যমে ও বিকাশ/নগদবা নগদ অর্থ কোম্পানীর মনোনীত ব্যক্তির নিকট রশিদের মাধ্যমে প্রদান করিবেন,কোন প্রকার নার্স এর কাছে বিল প্রদান করা যাইবে না, করিলে তার দায়ভার কোম্পানী বহন করিবে না।


৫। সেবা গ্রহণকারী,যশোর সেবা লিঃ এর সেবা সম্পুর্ণ কোম্পানীর চুক্তি অনুযায়ী গ্রহন করিবেন। উক্ত নার্স, কেয়ার গিভার, পিসিএ কে রোগীর সেবা যত্ন ব্যতিত অন্য কোন প্রকার ব্যক্তিগত কাজ করাইতে পারিবেন না।


৬। নার্স, কেয়ার গিভার, পিসিএ এর সাথে কোন প্রকার খারাপ ব্যবহার করা যাইবে না। তাঁহাদেরকে মেডিকেল পারসন হিসাবে গণ্য করিবেন, যেমনটি আপনি হাসপাতালে করেন। তাঁহাদেরকে কখনো যৌন হয়রানী করা যাইবে না অথবা কোন প্রকার শারীরিক নির্যাতন করা যাইবে না। করিলে কোম্পানী তাহার বিরুদ্ধে যথাযত আইনানুগ ব্যবস্থা গ্রহন করিলে তাহার কোন ওযুর আপত্তি গ্রহনযোগ্য হইবে না।


৭। নার্স, কেয়ার গিভার, পিসিএ কোন প্রকার দায়িত্বে অবহেলা করিলে বা খারাপ আচরণ করিলে যশোর সেবা লিমিটেডকে অবহিত করিতে হইবে তাহলে কর্তৃপক্ষ দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহন করিবেন।


৮। সেবাগ্রহীতাকে ডাক্তার এর প্রেসক্রিপশন অথবা ব্যবস্থাপত্র অনুযায়ী টাইম টু টাইম ঔষধ সেবন করানো ও ইনজেকশন পুশ ও সালাইন পুশ, সাকশন ও নেবুলাইজার করা এবং খাবার সঠিক সময়ে নিয়ম মেনে খাওয়ানো হবে, এনজিটিউব থাকলে এনজিফিডিং খাওয়াবেন, ক্যাথেটার করা থাকলে ইউরিন পরিবর্তন করবে, এনজি টিউব,ক্যাথেটার থাকলে অবশ্যই যতœ সহকারে খেয়াল রাখবেন ইত্যাদি।


৯। পেসেন্টের আর যে সকল কাজ নার্স ,কেয়ার গিভার বা এটেনডেন্ট করিবেন যেমনঃ- ব্লাড পেসার মাপা,জ¦র মাপা, পালর্স মাপা, গ্লকোজ চেক,ওজন মাপা,ইনসুলিন পুশ করা, ডায়াপারস চেইনজ করা,ব্যায়াম করানো, হুইল চেয়ারে ঘুরানো, ওয়াকারে হাটানো, গোসল করানো, মাউথ ওয়াশ করানো, ক্ষত বা কাটা স্থানে ড্রেসিং করা সহ অন্য যে কোন কাজ পেসেন্টের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করিবে।


১০। উল্লেখ্য যে, ৮/১২ ঘন্টার ডিউটিতে লাঞ্চ বা ডিনার দিতে হবে এবং ২৪ ঘন্টা ডিউতে থাকা কালীন সময় থাকা ও ৩ বেলা খাবারের ব্যবস্থা/ খরচ পেসেন্টের অভিভাবককে বহন করিতে হইবে।


১১। যশোর সেবা লিমিটেড এর নিয়োগকৃত নার্স, কেয়ার গিভার, পিসিএ যাঁহারা চাকুরী করে তাঁহারা সকলেই অভিজ্ঞতা সম্পূর্ন ও প্রশিক্ষণ প্রাপ্ত এবং সবাই প্রফেশনাল। তাহাদেরকে কোন ব্যক্তিগত ভাবে নিয়োগ করা যাইবে না।


১২। যশোর সেবা লিমিটেড সেবা চলাকালীন সময়ে সেবা গ্রহনকারী হঠাৎ অসুস্থ্যবোধ করিলে তাঁহার অভিভাবকগন নিজ দায়িত্বে দ্রুততার সাথে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহন করিবেন।


১৩। অবশ্যই মনে রাখিতে হইবে যে, যশোর সেবা লিমিটেড কর্তৃক কোন প্রকার চিকিৎসা বা ব্যবস্থাপত্র প্রদান করা হয় না।


১৪। এই চুক্তিপত্রের শর্ত অনুযায়ী সেবা গ্রহনকারী ও সেবা প্রদানকারী উভয়পক্ষ চুক্তির যাবতীয় শর্তাবলী মানিয়া চলিতে বাধ্য থাকিব।


১৫। যশোর সেবা লিমিটেড সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।



উপরোক্ত সকল নিয়মাবলি এবং শর্তাবলী পড়িয়া, বুঝিয়া স্বেচ্ছায় ও স্বজ্ঞানে স্ব-ইচ্ছায় যশোর সেবা লিমিটেড থেকে বেবী সিটার/ন্যানি কেয়ার /নার্স / কেয়ার গিভার/ পিসিএ নিয়োগের জন্য আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

Copyright © 2024 Jashore Sheba Ltd.